আলুর সঙ্গে শীতের সবজির দাম পড়ল বসন্তে

 

শীতের সবজির অস্বাভাবিক দর দেখে শীতকাল পার করা ক্রেতারা বসন্তে এসে কিছুটা স্বস্তি পাচ্ছেন। 

বছর জুড়ে ভোগানোর পর আলুর দাম অবশেষে গত বছরের একই সময়ের কাছাকাছি নেমেছে। ৩০ টাকা বা তার চেয়ে কমে চলে আসার পর শীতকালীন অন্য সব সবজির দামই পড়েছে। 

তবে পেঁয়াজের ‘মান’ ভাঙছেই না। আগাম মুড়িকাটা পেঁয়াজের শেষ সময়ে ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দাম কমার সম্ভাবনাও দেখছেন না ব্যবসায়ীরা। মাসের শেষে বা মার্চের শুরুতে হালি পেঁয়াজ বাজারে এলেই দাম কমবে বলছেন তারা। 

Post a Comment

Previous Post Next Post